সবকিছুর হিসেব যে অসমাপ্ত হয়ে আছে
কখনো কি কৃত কর্মের হিসেব করার সাহস করেছি?
অথচ কি না নির্লজ্জের মতো-
অভিযোগের ঝুলি নিয়ে রোজ রোজ নিবেদন করি।
বন্দি সবাই, জঁপছি সময়ের সমাপ্তির জয়গান
অথচ! চোখ মেলে কেন দেখছিনা কিছু,
ঘুমে ঘুমে আমাদের হচ্ছে সময় পার।
থমকে থেকে পেছনে ফেরার পালা এবার
কতোশত অপরাধের ঝুলিতে,
একে-একে সব, স্মৃতিপটে ভাসমান হতে চললো।
দেখো চেয়ে;কিছু কি মনে পড়ে?
উল্লাসে মেতে ছিলো কোন একসময়
আজ থমকে গেছে-প্রাণহীন হয়ে,চিরচেনা সে নগরী।
সময়ের স্রোতে একে একে
কি নির্বিঘ্নে, সে এখন লাশের বোঝা বয়
সময়ের রুক্ষতা’র আবেশে সব ই বিষাদময়।
কোটি প্রাণের স্পন্দন আজ থমকে যাওয়ার তাড়ায়
সিজদায় লুটিয়ে আছে-পরম করুণাময়ের আশ্রয়তলে।
কখন কাটবে আতঙ্কে ঘেরা আঁধার-তিমির রাত
বন্দি সময় হতে অবশেষে মিলবে পরিত্রাণ।
বিধাতা’র তরে এতো প্রার্থনা কবুল কেন না হয়?
মনে শুদ্ধতা’র অনুপস্থিতি কি এর’ই কারণ বয়?